দিল্লির হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে অন্তত ২৫টি দোকান

দিল্লি হাট ভারতের গ্রামীণ হাট বা মেলার অনুপ্রেরণায় তৈরি। দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের স্টল থাকে। বেশিরভাগই কাপড়ের দোকান। এ ছাড়াও জুয়েলারি, অ্যান্টিকের দোকানও রয়েছে। তাই আগুন ছড়িয়ে পড়ে দ্রুত।  বিভিন্ন রাজ্যের স্টলেই আগুন লেগেছে। দমকল সূত্রে খবর, ২৫ থেকে ৩০টি স্টল পুড়ে ছাই হয়ে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘ আগুন লাগার পরেই হুড়োহুড়ি পড়ে যায়। সবাই দৌড়তে শুরু করে। যে করে হোক, সবাই বাইরে বেরতে চাইছে তখন। অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন।’ আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন দিল্লির শিল্প, সংস্কৃতি ও ভাষা মন্ত্রী কপিল মিশ্র। তিনি জানান, দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

error: Content is protected !!