
সন্তোষপুর স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘণ্টা খানেকের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
সন্তোষপুর রেল স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে বিধ্বংসী অগ্নিকাণ্ড! অগ্নিকাণ্ডের জেরে সন্তোষপুর রেল স্টেশনের 2 নম্বর প্লাটফর্মের উপরে বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার বাসিন্দারা বলছেন, প্রথম আগুন দেখা যায় সকাল ৬ট ৪৫ মিনিট নাগাদ। প্রথম স্টেশনের পাশে থাকা একটি দোকানে আগুন লাগে। চোখের পলকেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশপাশের দোকানগুলিকেও। রবিবার সকালের এই ভয়ানক ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ দেখতে পেয়ে খবর দেয় দমকল এবং রবীন্দ্রনগর থানায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন এবং রবীন্দ্রনগর থানার পুলিশ। পরপর বেশ কিছু দোকানে আগুন লাগায় মুহূর্তের মধ্যে তা ভয়ানক আকার নেয় । আগুন ধরার ঘটনায় বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। স্থানীয়রা জানান, প্রায় ২০টি দোকান আগুনে পুড়ে গিয়েছে । প্ল্যাটফর্মের ওপরে একটি চায়ের দোকান থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।