দিল্লির বাঙালি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮০০ ঘর, মৃত ২ শিশু

দিল্লির বাঙালি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮০০ ঘর। ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। কোনও একটি জায়গা থেকে শুরু হয়ে দ্রুত সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। উত্তর-পশ্চিম দিল্লির রোহিনীর একটি বস্তিতে আগুন লাগে। আগুলে লেলিহান শিখায় ৮০০ বস্তি পুড়ে ছাই হয়ে যায়। মর্মান্তিক মৃত্যু হয়েছে ২ শিশুর। দিল্লির দমকল কর্মকর্তা (ডিএফএস) অতুল গর্গ (Delhi Fire Services (DFS) chief Atul Garg) এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, শ্রী নিকেতন অ্যাপার্টমেন্টের কাছে বাঙালি বস্তিতে আগুন লাগে। অনেক প্রতিকূলতার মধ্যে আগুন নেভানো হয়। দলকলবাহিনী খুব তৎপরতার সঙ্গে কাজ করেছেন। এলাকাটি সরু গলি ও ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়ি নিয়ে আসতে সমস্যায় পড়ে। প্রায় তিনঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।’

error: Content is protected !!