সাতসকালে নারকেলডাঙায় পাঁচতলা বহুতলের গ্রাউন্ড ফ্লোরের গোডাউনে আগুন

সাতসকালে নারকেলডাঙা মেনরোড সংলগ্ন জালাময়দান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এলাকারই একটি পাঁচতলা বহুতলের গ্রাউন্ড ফ্লোরে থাকা কাজের গোডাউনে আগুন লাগে। স্থানীয়দের দাবি, শনিবার সকাল ৬টা নাগাদ প্রথম গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছু সময়ের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই প্রথম আগুন নেভানোর কাজ শুরু করে। খবর যায় দমকলে। কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে এসে যায় দমকলের ৯টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।  তবে দমকল পৌঁছালেও প্রথমটায় ঘন জনবাসতি ও ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের পৌঁছতে বেশ খানিকটা সমস্যার মুখোমুখি হতে হয়। দমকল কর্মীদের পাশাপশি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা বহুতলের বাসিন্দাদের নিরাপদে সকলকে নামিয়ে নিয়ে আসে। ফলে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। 

error: Content is protected !!