মণিপুরের টুপুলে ভয়াবহ ভূমিধসে মৃত ১০, নিখোঁজ বহু

মণিপুরে ভয়াবহ ভূমিধস। বিপর্যস্ত সেনাচৌকি। কমপক্ষে সাত জন মারা গিয়েছেন ভূমিধসে৷ ভারতের এই পার্বত্য রাজ্যে ভোর রাতে ভয়াবহ ভূমিধসে সেনাবাহিনীর জওয়ান, স্থানীয় সমেত প্রাণ হারিয়েছেন ১০জন। নিখোঁজ ৬০।  বুধবার রাতে মণিপুরের ননে জেলায় টুপুল ইয়ার্ডে রেললাইন নির্মাণের জায়গায় ধস নামে ৷ তাতেই এই দুর্ঘটনা, বৃহস্পতিবার জানিয়েছেন এক সরকারি আধিকারিক ৷ টুপুল রেলস্টেশনের কাছে ভারতীয় সেনাবাহিনীর এক কোম্পানি ১০৭ জওয়ান মোতায়েন করা ছিল ৷ ধসের ফলে জওয়ানরাও ছিটকে গিয়েছেন অথবা মারা গিয়েছেন ৷ স্পষ্ট কিছু জানা যাচ্ছে না ৷ জানা গিয়েছে, ভূমিধসের।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোররাতের দিকে। অধিকাংশ সেই সময় ঘুমিয়ে ছিলেন। থরথর করে কেঁপে ওঠে মাটি। চোখের নিমেষে মাটির তলায় চলে যান ১০ জন। যদিও এটা প্রাথমিক খবর। প্রশাসন মনে করছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছে আধা-সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ভূমিধসের খবর পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শান কথা বলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে। আশ্বাস দিয়েছেন সব ধরনের সাহায্য়ের। স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন, অশ্বিনী বৈষ্ণ।  ভূমিধসে এখনও পর্যন্ত যাদের উদ্ধার করা হয়েছে, তাদের কয়েকজনের চিকিৎসা চলছে সরকারি হাসপাতালে। কয়েকজনকে ননি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  প্রবল ধসে ইজেই নদীপথ আটকে গিয়েছে ৷ এতে নিচু এলাকাগুলি ভেসে যেতে পারে ৷ ননের ডেপুটি কমিশনার বলেন, “টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণকার্য ক্যাম্পের কাছে দুর্ভাগ্যজনক ধস নামার ঘটনাটি ঘটেছে ৷ তাতে মারা গিয়েছেন এবং অনেকেই জীবন্ত চাপা পড়েছেন ৷ ইজেই নদীর পথ বন্ধ হয়ে গিয়েছে ৷ এতে বাধের মতো জলাধার তৈরি হয়ে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে ৷” সাধারণ মানুষকে সচেতন থাকতে বার্তা দেন তিনি ৷ বিশেষত ছোটরা যেন নদীর কাছাকাছি কোথাও না যায়, জানিয়েছেন কমিশনার ৷ উদ্ধারকাজে হাত লাগানোর বার্তা দিয়ে ননের ডেপুটি কমিশনার বলেন, “যদি কেউ উদ্ধার করতে পারেন, তাহলে তাঁকে সেই পরামর্শ দেওয়া হচ্ছে ৷ জনসাধারণকে সতর্ক থাকার আবেদন জানানো হচ্ছে ৷ কোনও ভাবে বৃষ্টির আবহাওয়া আরও খারাপ হলে যে কোনও রকম সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন সবাই ৷” পাশাপাশি পর্যটকদের ৩৭ নং জাতীয় সড়ক এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জরুরি ভিত্তিতে একটি বৈঠক ডেকেছেন ৷ তিনি টুইট করে জানিয়েছেন, উদ্ধারকার্য চলছে ৷ দুর্ঘটনাস্থলে চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্সও পাঠানো হয়েছে ৷ রাজ্যপাল লা গণেশন এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, এনডিআরএফ এবং এসডিআরএফ কর্মীরা উদ্ধারকার্যে হাত লাগাতে রওনা দিয়েছেন ৷

error: Content is protected !!