মায়ানমারের জেড খনিতে ভয়াবহ ধস, কমপক্ষে মৃত ৩২

 মায়ানমারের জেড খনিতে ভয়াবহ ধস। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩২ জনের। নিখোঁজ বহু। এখনও ধ্বংসাবশেষের নীচে অনেকে আটকে রয়েছেন বলে উদ্ধারকারী দলের অনুমান। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার মায়ানমারের কাচিন প্রদেশে জেড খনিতে দুর্ঘটনাটি ঘটেছে।  প্রশাসন সূত্রে খবর, গত কয়েকদিন লাগাতার বৃষ্টিপাত হচ্ছে মায়ানমারে। তার জেরেই রবিবার উত্তর মায়ানমারের এক প্রত্যন্ত অঞ্চলে মান্না গ্রামে জাবে খনিতে ধস নামে। সেই সময় খনির ভিতরে কাজ করছিলেন কর্মীরা। আচমকা খনিতে ধস নামায় ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। মৃতদের মধ্যে বেশিরভাগ পুরুষকর্মী ছিলেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে ২৫ জনের দেহ উদ্ধার হয়। এদিন সকালে আরও ৭ জনের দেহ উদ্ধার হয়। এভাবে একসঙ্গে ৩২ জনের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জাবে খনির কর্মীরা।

error: Content is protected !!