
মেদিনীপুর মেডিক্যালের ৭ জুনিয়র ডাক্তারের সাসপেনশন প্রত্যাহার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
মেদিনীপুরের জুনিয়র ডাক্তারদের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হলো। সোমবার কলকাতার ধনধান্য অডিটোরিয়াম থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবেন। তাঁদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশন তুলে নিচ্ছি।’ রিঙ্গার্স ল্যাকটেট বিতর্ক ও প্রসূতি মৃত্যুর আবহে স্বাস্থ্য ভবন ৭ জন জুনিয়র ডাক্তার-সহ ১৩ জন চিকিৎসককে সাসপেন্ড করেছিল। যদিও জুনিয়র ডাক্তারদের দাবি ছিল, তাঁদের কোনও দোষ নেই। কারণ, সিনিয়রদের নির্দেশ মতোই কাজ করেন তাঁরা। তাঁরা প্রথম থেকেই দাবি করেন, আরএমও-র উপস্থিতিতে তাঁরা তাঁদের দায়িত্ব পালন করেছেন মাত্র। তাই তাঁদের ভবিষ্যতের কথা ভেবে এই সাসপেনশন তুলে নেওয়া হোক। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মেদিনীপুরে যে কেসটা হয়েছিল, নিশ্চয়ই গাফিলতি ছিল। সেটার তদন্ত হচ্ছে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত আমি কিছু বলব না। জুনিয়র ডাক্তারদের কয়েক জনকে সাসপেন্ড করা হয়েছিল। তাঁদেরও রিপোর্ট নিয়েছে পুলিশ। এটা হয়ত ঠিক, তাঁরা এখনও পাকাপোক্ত হননি। তাঁদের উপর ছেড়ে দিয়ে যাওয়াও ঠিক হয়নি। এক তরফা ভাবে তাঁরাও সাসপেন্ড হয়েছিলেন।’ এর পরই সাসপেনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন তিনি। শুধু সাসপেনশন প্রত্যাহারই নয়, এ দিন রাজ্যের জুনিয়র-সিনিয়র ডাক্তারদের জন্য সুখবরও শুনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এক লপ্তে অনেকটা বেতন বেড়েছে ডাক্তারদের। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের বেতন বাড়ানো হয়েছে। মমতা ঘোষণা করেন, এত দিন ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের বেতন ছিল ৬৫ হাজার টাকা। এ বার থেকে তা বেড়ে হবে ৮০ হাজার টাকা। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টরা বর্তমানে ৭০ হাজার টাকা বেতন পান। তা বেড়ে হবে ৮৫ হাজার টাকা। পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের বর্তমান বেতন ৭৫ হাজার টাকা। তা বেড়ে হবে ১ লক্ষ টাকা। অন্য দিকে ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টর ট্রেনি সবার জন্য ১০ হাজার টাকা করে বাড়ানো হলো।