Latest Posts
রেললাইনে ট্রাক, ভোররাতে মহারাষ্ট্রের জলগাঁওয়ে লরিকে ধাক্কা মেরে ৫০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল অমরাবতী এক্সপ্রেসনেই নিষেধাজ্ঞা! রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতনবসন্ত উৎসবের জন্য টানা ৩ দিন বন্ধ থাকবে লাটাগুড়ি ও গোরুমারা এবং নেওড়া ভ্যালির জঙ্গলপরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় বাবা এবং ভাইয়ের হাতে খুন তরুণীহাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বাতিল একগুচ্ছ ট্রেন!নাগরাকাটায় আউটপোস্ট তৈরির জন্য এসএসবি-কে জমি দিল রাজ্য সরকারপোলেরহাটে ২টি ইটভাটায় হানা দিয়ে উদ্ধার ২১ শিশুশ্রমিকভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল-লাদাখশিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডএবার কান চলচ্চিত্র উত্‍সবে আলিয়াস্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টের

মেদিনীপুর মেডিক্যালের ৭ জুনিয়র ডাক্তারের সাসপেনশন প্রত্যাহার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মেদিনীপুরের জুনিয়র ডাক্তারদের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হলো। সোমবার কলকাতার ধনধান্য অডিটোরিয়াম থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবেন। তাঁদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশন তুলে নিচ্ছি।’ রিঙ্গার্স ল্যাকটেট বিতর্ক ও প্রসূতি মৃত্যুর আবহে স্বাস্থ্য ভবন ৭ জন জুনিয়র ডাক্তার-সহ ১৩ জন চিকিৎসককে সাসপেন্ড করেছিল। যদিও জুনিয়র ডাক্তারদের দাবি ছিল, তাঁদের কোনও দোষ নেই। কারণ, সিনিয়রদের নির্দেশ মতোই কাজ করেন তাঁরা। তাঁরা প্রথম থেকেই দাবি করেন, আরএমও-র উপস্থিতিতে তাঁরা তাঁদের দায়িত্ব পালন করেছেন মাত্র। তাই তাঁদের ভবিষ্যতের কথা ভেবে এই সাসপেনশন তুলে নেওয়া হোক। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মেদিনীপুরে যে কেসটা হয়েছিল, নিশ্চয়ই গাফিলতি ছিল। সেটার তদন্ত হচ্ছে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত আমি কিছু বলব না। জুনিয়র ডাক্তারদের কয়েক জনকে সাসপেন্ড করা হয়েছিল। তাঁদেরও রিপোর্ট নিয়েছে পুলিশ। এটা হয়ত ঠিক, তাঁরা এখনও পাকাপোক্ত হননি। তাঁদের উপর ছেড়ে দিয়ে যাওয়াও ঠিক হয়নি। এক তরফা ভাবে তাঁরাও সাসপেন্ড হয়েছিলেন।’ এর পরই সাসপেনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন তিনি। শুধু সাসপেনশন প্রত্যাহারই নয়, এ দিন রাজ্যের জুনিয়র-সিনিয়র ডাক্তারদের জন্য সুখবরও শুনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এক লপ্তে অনেকটা বেতন বেড়েছে ডাক্তারদের। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের বেতন বাড়ানো হয়েছে। মমতা ঘোষণা করেন, এত দিন ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের বেতন ছিল ৬৫ হাজার টাকা। এ বার থেকে তা বেড়ে হবে ৮০ হাজার টাকা। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টরা বর্তমানে ৭০ হাজার টাকা বেতন পান। তা বেড়ে হবে ৮৫ হাজার টাকা। পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের বর্তমান বেতন ৭৫ হাজার টাকা। তা বেড়ে হবে ১ লক্ষ টাকা। অন্য দিকে ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টর ট্রেনি সবার জন্য ১০ হাজার টাকা করে বাড়ানো হলো।

error: Content is protected !!