আজ সংসদে কালো পোশাক পরে মণিপুর হিংসার প্রতিবাদে ইন্ডিয়া জোটের সদস্য়রা

এক সপ্তাহ হতে চলল সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে, এর মধ্যে একদিনও সুষ্ঠভাবে সংসদীয় কার্যাবলী হয়নি। মণিপুরে হিংসা-অশান্তি নিয়ে উত্তাল এবারের বাদল অধিবেশন। প্রতিদিনই সংসদের দুই কক্ষে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী দলের সাংসদরা। বুধবারই কংগ্রেস ও বিআরএস-র তরফে অনাস্থা প্রস্তাব আনা হয় সরকারের বিরুদ্ধে। এবার মণিপুর ইস্যু নিয়ে প্রতিবাদে কালো পোশাক পরে আসবেন ইন্ডিয়া জোটের সদস্য়রা। মণিপুর ইস্যু নিয়ে এবার সংসদে এককাট্টা হয়েছে বিরোধীরা। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে সম্প্রতিই জোট বেঁধেছে বিজেপি বিরোধী ২৬টি দল। ইন্ডিয়া জোটের নেতারা একসঙ্গে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন সংসদের অন্দরেও। অনাস্থা প্রস্তাবের পর এবার তাদের নতুন চাল কালো পোশাকে প্রতিবাদ। সমস্ত বিরোধী দল নেতাকেই আজ, বৃহস্পতিবার সংসদে কালো পোশাক পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

error: Content is protected !!