‘দিল্লিতে নয়, অভিষেকের শ্যালিকাকে জেরা করতে হবে কলকাতাতেই’, ইডিকে নির্দেশ হাইকোর্টের

 হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মেনকা গম্ভীর

 তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার আবেদনে সাড়া কলকাতা হাই কোর্টের। দিল্লি নয়, মেনকা গম্ভীরকে জেরা করতে হবে কলকাতায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। জেরা করলেও আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি। আদালতে কার্যত রক্ষাকবচ পেলেন অভিষেকের শ্যালিকা। আগামী ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় ইডির কলকাতা অফিসে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে মেনকাকে। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এমনই নির্দেশ দিয়েছেন। 

error: Content is protected !!