রবিবার ছুটির দিনেও দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশন পর্যন্ত প্রায় ২ ঘণ্টা বন্ধ মেট্রো চলাচল

আজ ছুটির দিন রবিবার। কলকাতা মেট্রোয় আবার বিভ্রাট। ছুটির দিনে দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকল প্রায় ২ ঘণ্টা। যান্ত্রিক গোলযোগের ফলেই আজ দুপুর ২টো নাগাদ দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। যারা ইতিমধ্যে টিকিট কেটেছিলেন তাঁদের টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। যদিও উত্তর-দক্ষিণ লাইনের স্টেশনগুলিতে, দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত স্বাভাবিকভাবে চলছে মেট্রো। জানা গেছে, বরানগরে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো রেকের কালেক্টর সমস্যার কারণে দমদম এবং দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো পরিষেবা ১টা ৫২ মিনিট থেকে স্থগিত করা হয়। ১ টা ৫৮ মিনিট থেকে দমদম এবং কবি সুভাষের মধ্যে কাটা রুটে পরিষেবাগুলি চালানো হচ্ছে। এখন নোয়াপাড়া এবং কবি সুভাষের মধ্যে ট্রেন পরিষেবা উপলব্ধ। নোয়াপাড়া স্টেশন থেকে কবি সুভাষ অবধি মেট্রো চলছে। বন্ধ রয়েছে বরনগর স্টেশন এবং দক্ষিণেশ্বর স্টেশন।

error: Content is protected !!