
স্বাধীনতা দিবসে মেট্রো পরিষেবার সময়সূচী জানালো মেট্রো কর্তৃপক্ষ
কলকাতা রেল মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন যে প্রথম ও শেষ মেট্রোর সময় পরিবর্তন হবেনা। তবে মেট্রোর সংখ্যা কম থাকবে বলে। স্বাধীনতা দিবসের দিন প্রায় বেশিরভাগ বেসরকারি সংস্থান বন্ধ থাকবে। ফলে কর্মব্যস্ততা কম থাকবে বলে এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সোমবার মেট্রোর তরফে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসে আপ ও ডাউন মিলিয়ে চলবে মোট ১৮৮টি মেট্রো। অন্যদিনের তুলনায় কম মেট্রো চলবে ব্লু লাইনে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মেট্রোর সময় সকাল ৬.৫০। অন্যদিকে দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ৬.৫৫ মিনিট এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ৭টা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো ৯.২৮ মিনিট এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো যথাক্রমে ৯.৩০ মিনিট। অন্যদিকে দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রোর সময় ৯টা ৪০ মিনিট। গ্রিন লাইনেও কমবে মেট্রোর সংখ্যা। ১০৬টি মেট্রোর বদলে চলবে ৯০টি মেট্রো। প্রথম ও শেষ মেট্রোর সময়ের পরিবর্তন নেই।তবে জোকা-তারাতলা মেট্রো লাইনের পরিষেবা সম্পূর্ণ বন্ধই থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।