ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে রাজ্যে এল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তৈরি ৪ সদস্যের দল

বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তৃতীয়বার বাংলায় তৃণমূল ক্ষমতায় ফিরতেই ফের তুঙ্গে উঠল কেন্দ্র-রাজ্য সংঘাত। ইতিমধ্যেই চার সদস্যের একটি দল গড়়েছে অমিত শাহের মন্ত্রক। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তদন্তকারী দলের সদস্যরা পশ্চিমবঙ্গে এসে রাজ্যে হিংসায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকাও তাঁরা ঘুরে দেখবেন। ভোটের ফলাফলের পরই দু’বার মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছিল অমিত শাহের মন্ত্রক। বুধবারই রাজ্যকে এ নিয়ে সতর্ক করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে রাজ্যকে বলা হয়েছে, ভোট পরবর্তী হিংসা নিয়ে অবিলম্বে রিপোর্ট না পাঠালে বিষয়টি গুরুতর ভাবে দেখা হবে। বিষয়টি নিয়ে মঙ্গলবার একটি টুইটও করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক।