
এবার খড়গপুর ঢোকার মুখে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল
আজ খড়গপুর স্টেশন ঢোকার মুখে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা তা এখনও বোঝা যাচ্ছে না। ওইলাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ। শনিবার মেদিনীপুর থেকে হাওড়া আসছিল ট্রেনটি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে পৌনে ১০টা নাগাদ। গিরিময়দান স্টেশন ছাড়ার পর কিছুটা যেতেই ট্রেনটি লাইন থেকে বেরিয়ে যায়। ধীর গতিতে চালার জন্য বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ফলে রক্ষা পয়েছেন যাত্রীরা।