সৌদি আরবে বিমানবন্দরে জঙ্গি হামলা
ইয়েমেন সীমান্ত থেকে ১২০ কিমি দূরে অবস্থিত আভা বিমানবন্দরে হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন হাউথি। বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি বিমানে আগুন লাগিয়ে দিয়েছে সন্ত্রাসবাদীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। যাত্রীদের পণবন্দি করার আশঙ্কা করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, দমকলকর্মীদের তৎপরতায় আপাতত বিমানের আগুন নিয়ন্ত্রণে। প্রাথমিক রিপোর্ট বলছে, হামলায় অন্য কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে এবিষয়ে সৌদির সরকারি আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি।