পুলওয়ামায় ফের জঙ্গির গুলি শহিদ এক পুলিস কর্তা

ফের জঙ্গি হানায় রক্তাক্ত পুলওয়ামা।  চেকপোস্টে কর্মরত পুলিস অফিসারকে গুলিতে ঝাঁঝরা করে দিল জঙ্গিরা। ঘটনায় নিহত হয়েছেন সেন্ট্রাল রিসার্ভ পুলিস ফোর্সের সাব ইন্সপেক্টর  বিনোদ কুমার।  একজন শীর্ষ পুলিস আধিকারিক জানিয়েছেন, রবিবার দুপুর ২.২০ নাগাদ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার গাঙ্গু ক্রসিং এলাকায় জঙ্গিরা একটি যৌথ বাহিনীর চেকপয়েন্টে হামলা চালায়। এই ঘটনায়, সিআরপিএফ অফিসার বিনোদ কুমার গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই মৃত্যু হয় তাঁর। অতর্কিত ওই হামলার পরেই ওই জঙ্গিদের নিকেশ করতে ঘিরে ফেলা হয়েছে গোটা গাঙ্গু ক্রসিং এলাকা।  

error: Content is protected !!