হাসপাতালে ভর্তি বিদ্যুত্মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
হাসপাতালে ভর্তি রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। শ্বাসকষ্ট না থাকলেও করোনা সংক্রমিত হওয়ার দিন সাতেক পরও শোভনদেব চট্টোপাধ্যায়ের জ্বর এবং গায়ে ব্যথা রয়েছে। শরীর খুব দুর্বল। তাই চিকিত্সকদের পরামর্শে মতো তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হন শোভনদেববাবু। এতদিন তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়। গত ১৮ ফেব্রুয়ারি নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিদ্যুত্মন্ত্রীর বয়সই আপাতত চিন্তার কারণ চিকিত্সকদের।