
মাদক খাইয়ে বেঁহুশ করে নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার নাবালক ও এক যুবক
মাদক খাইয়ে বেঁহুশ করে নাবালিকাকে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন ৷ ঘটনায় এক নাবালক-সহ দু’জনের বিরুদ্ধে অভিযোগ । বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়ায় । দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ধৃত নাবালককে শনিবার বিধাননগর জুভেনাইল কোর্টে পেশ করা হয় । অপর ধৃতকে বারাসত আদালতে তোলা হলে তাকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক । বছর পনেরোর ওই নাবালিকার বাড়ি হাবড়া থানা এলাকায় । অভিযুক্তরা নাবালিকার পরিচিত । অভিযোগ, গত ৭ মার্চ ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারা । নাবালকের বয়স বছর ১৪ হলেও অপরজনের বয়স ২০ বছর । পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর বাইকে করে ওই নাবালক ও যুবক ফুঁসলিয়ে অশোকনগরের একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে তোলে । এরপর সেখানে ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে ওই নাবালিকাকে খাইয়ে বেঁহুশ করার পর তার উপর যৌন নির্যাতন চালায় তারা । এরপর নির্যাতিতাকে বাড়ির সামনে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা । ঘরের সামনে নাবালিকাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যান পরিবারের সদস্যরা । তাকে ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে নাবালক ও যুবকের কু-কীর্তি । এরপরেই অভিযুক্তদের বিরুদ্ধে হাবড়া থানায় যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করে পরিবার ।