
মধ্যপ্রদেশে টানা ২দিন ধরে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ৬
মধ্যপ্রদেশের শাহদোলে দু’দিন ধরে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ছ’জনের বিরুদ্ধে। ধর্ষকদের হাত থেকে পালানোর সময়ে লিফট দেওয়ার নাম করে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে আটকে রাখার অভিযোগ উঠেছে বুরহর সাব–জেলের ডেপুটি জেলর বিকাশ সিংয়ের বিরুদ্ধেও। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও গ্রেপ্তার করা হয়নি। পুলিশসূত্রে খবর, ২৮ এপ্রিল রাতে নিখোঁজ হয়ে যায় সতেরো বছরের কিশোরী। ঘটনার দু’দিন পরে, বৃহস্পতিবার শাহদোলের সোহাগপুর থানায় অভিযোগ দায়ের করেন তার বাবা-মা। তল্লাশি চালিয়ে পরদিন গান্ধী স্কোয়্যারের এক হোটেল থেকে মেয়েটিকে উদ্ধার করে শাহদোল থানার পুলিশ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই দিনই অভিযুক্ত ছ’জনকে গ্রেপ্তার করে পুলিশ। নাবালিকা পুলিশকে জানিয়েছে, সোমবার রাতে সমীর খান নামে এক যুবক তাকে ফোন করে ডেকে পাঠায়। তার পর বাইকে চড়িয়ে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। সমীরের এক বন্ধুও তাকে ধর্ষণ করেছিল। নির্যাতিতার আরও অভিযোগ, বুধবার তাকে শাহদোল রেলওয়ে স্টেশনে ফেলে রেখে যাওয়ার পরে আনমোল নামে এক তরুণ তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে, মাদনা নদীর কাছে আনমোলের বন্ধু শাকিব খানও ধর্ষণ করে বলে দাবি ওই নাবালিকার। নির্যাতিতা জানিয়েছে, ৩০ এপ্রিল রাতে তাকে এক হস্টেলের কাছে ফেলে যায় ধর্ষকরা। সে দিন রাত তিনটে নাগাদ ডেপুটি জেলর বিকাশ সিং তাকে দেখে লিফট দেওয়ার কথা বলে গাড়িতে চাপিয়ে গান্ধী স্কোয়্যারের এক হোটেলে নিয়ে যান এবং তালা বন্ধ করে রাখেন বলে অভিযোগ। শাহদোলের পুলিশ সুপার রামজি শ্রীবাস্তব বলেন, ‘ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২) ধারায় মামলা দায়ের হয়েছে। অপহরণ ও বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগে বুরহর সাব–জেলের ডেপুটি জেলরের নামেও অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু তাঁকে এখনও গ্রেপ্তার করা হয়নি।’ নাবালিকার বয়ানে বেশ কিছু অসঙ্গতিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ম্যাজিস্ট্রেটের সামনে তার বয়ান নেওয়ার পরে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে দাবি।