
মধ্যমগ্রামে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল মধ্যমগ্রাম পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত দুই যুবক। পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। পলাতক অপর যুবক। তার খোঁজেই তল্লাশি চলছে। জানা গিয়েছে, মধ্যমগ্রাম পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সারদা পল্লি মাঠপাড়া এলাকার এক নাবালিকাকে দুই যুবক আচমকাই তুলে নিয়ে যায়। ওই নাবালিকা সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে জানা গিয়েছে। এলাকারই একটি ভাড়া বাড়িতে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত দুই যুবক। এমনকী ওই মাধ্যমিক পরীক্ষার্থীর ধর্ষণের ঘটনার ভিডিও রেকর্ড করে অভিযুক্তরা। পরে ওই নির্যাতিতাকে ভয় দেখাতে থাকে দুই যুবক। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল করে দেওয়ারও হুমকি দেয় তারা। যদিও সেই ধর্ষণের বিষয়টি এলাকায় সকলেই জেনে ফেলে। যার ফলে গতকাল, শুক্রবার অভিযুক্ত দুই যুবকের উপর চড়াও হয় এলাকাবাসীরা। কোনওরকমে পালিয়ে যায় এক অভিযুক্ত। কিন্তু অপর যুবককে পাকড়াও করে বেধড়ক মারধর করে এলাকাবাসীরা। পরে মধ্যমগ্রাম থানায় খবর দেওয়া হয়। পুলিস ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকার মানুষ। তদন্ত শুরু হয়েছে।