
অন্নপূর্ণা শৃঙ্গ জয়ী নিখোঁজ ভারতীয় পর্বতারোহীর সন্ধান মিলল
অন্নপূর্ণা শৃঙ্গ জয় করে নামার পথে নিখোঁজ হয়ে যান বলজিৎ কৌর নামের এক পর্বতারোহী। প্রথমে এজেন্সি জানতে পেরেছিল, অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। যদিও পরে জানা যায়, উনি নামার সময় নিখোঁজ হয়ে গিয়েছেন। সেই মতো তাঁর খোঁজ শুরু হয়। ৭৩০০ মিটার উচ্চতায় জীবিত অবস্থায় তাঁকে দেখতে পান শেরপারা। এরপর শুরু হয় উদ্ধারকাজ। অবশেষে তাঁকে নিরাপদভাবে অন্নপূর্ণা বেসক্যাম্পে নামিয়ে আনা সম্ভব হয়েছে। দ্রুত কাঠমান্ডু নামানোরও ব্যবস্থা হচ্ছে বলে পায়োনিয়র এজেন্সি জানিয়েছে।