‘এবার নবান্ন অভিযানে আমি থাকবো, আন্দোলন শেষ হবে ১৪ তলায়’, হুঁশিয়ারি অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর

গত ২৭ অগাস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে এক সংগঠনের ডাকা নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতায় ৷ আগামিদিনে আবারও নবান্ন অভিযান হবে বলে সোমবার কলকাতায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ আর সেই অভিযানে তিনি নিজে থাকবেন বলেও জানিয়েছেন তিনি ৷ আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ধর্মতলার ওয়াই চ্যানেলে চলছে বিজেপির ধরনা কর্মসূচি ৷ গত ১৯ দিন ধরে ওই কর্মসূচি চলছে ৷ সোমবার সেখানে হাজির ছিলেন মিঠুন চক্রবর্তী ৷ সেই ধরনা মঞ্চ থেকেই এ দিন তিনি ফের নবান্ন অভিযান করার এবং সেই অভিযানে উপস্থিত থাকার হুঁশিয়ারি দেন ৷ এ দিন মিঠুন চক্রবর্তী বলেন, ‘‘আমরা চোখ খুলে বসে আছি ৷ কারণ, এই সরকার ওদের আন্দোলনকে ভন্ডুল করে দেওয়ার চেষ্টা করবে ৷ সেই জন্য আমরা দু’চোখ খুলে বসে আছি ৷ আর যখন সেটা হবে, তখন বিজেপির আসল রূপ দেখতে পাবেন৷ আমরা মাঠে নামব ৷’’ এর পর নবান্ন অভিযানের প্রসঙ্গে আসেন মিঠুন ৷ তিনি বলেন, “আমি খুব কম কথা বলি । কিন্তু এখন বলছি । এনাফ ইস এনাফ । আবার নবান্ন অভিযান হবে । আর সেই অভিযানে আমি থাকব । এই অভিযান নবান্নের 14 তলায় গিয়েই থামবে । জল কামান চালিয়েছে । টিয়ার গাস ছুঁড়েছে । এবার গুলিও চালাবে । তৈরি থাকুন । সেই দিন এসে গিয়েছে । আত্মাহুতিও দিতে হতে পারে ।’’

error: Content is protected !!