
ফের গ্রেফতার তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং
ফের গ্রেফতার করা হল তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং-কে ৷ বৃহস্পতিবার তাঁর বাড়িতে গিয়ে রাজা সিংকে গ্রেফতার করে পুলিশ ৷ পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর ৷ পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর প্রথমে গ্রেফতার ও পরে জামিনে ছাড়া পান তেলঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং৷ জামিন পাওয়ার দু’দিন পর বৃহস্পতিবার আবার পুলিশ গ্রেফতার করল বিতর্কিত বিজেপি বিধায়ককে৷ পুরনো দু’টি অভিযোগের প্রেক্ষিতে এই গ্রেফতারি বলে জানিয়েছে তেলঙ্গানা পুলিশ৷ চলতি বছর ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে টি রাজার বিরুদ্ধে দু’টি অভিযোগ দায়ের হয়েছিল৷ ২৪ অগাস্ট অর্থাৎ গতকাল এবং আজ, বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁকে নোটিশ পাঠায়৷ তারপরই বিজেপি বিধায়ককে হেফাজতে নেয় পুলিশ৷