বিজেপি শাসিত মণিপুরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থল জ্বালিয়ে দিল আদিবাসীরা, জারি ১৪৪ ধারা, বন্ধ ইন্টারনেট

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের একটি অনুষ্ঠানমঞ্চ ও উদ্বোধনস্থল আগুনে ছাই করে দিল আদিবাসী জনগোষ্ঠীর মিলিত ফোরাম । বিজেপি নেতৃত্বাধীন মণিপুর সরকারের আচরণের বিরুদ্ধে এই প্রতিবাদ বলে মনে করা হচ্ছে। শুক্রবার মুখ্যমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে চেয়ার, মঞ্চ, সাজসজ্জা সব কিছু ভেঙে তছনছ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে প্রায় সমস্ত আয়োজন পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিনই দুপুরে রাজ্যের চূড়াচন্দপুর জেলায় একটি জিম ও ক্রীড়া কেন্দ্রের উদ্বোধন করার ছিল বিজেপি মুখ্যমন্ত্রীর। আদিবাসী ফোরামের অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার সংরক্ষিত বনাঞ্চল এবং জলাভূমি সমীক্ষা করছে। যা নিয়ে প্রবল ক্ষোভ ছড়িয়েছে আদিবাসীদের মধ্যে। এমনকী ফোরামের এও অভিযোগ যে, সম্প্রতি রাজ্য সরকার গির্জা ভেঙে দিচ্ছে। সম্প্রতি এরকম কয়েকটি গির্জা ভেঙে দেওয়া হয়েছে বলেও ক্ষোভের আগুন জ্বলে উঠেছে আদিবাসী ফোরামের মধ্যে। এদিন আগুন ধরিয়ে দেওয়ার পরপরই গোটা জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অনুষ্ঠানস্থলের ভিতরে ঢুকে একদল উন্মত্ত জনতা সমস্ত চেয়ার ভেঙে তছনছ করে। শুধু তাই নয়, নবনির্মিত জিম, অত্যাধুনিক সব ক্রীড়া সরঞ্জাম ও কেন্দ্রটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত, মারমুখী জনতাকে হটিয়ে দেয়। কিন্তু তার আগেই ক্ষয়ক্ষতি যা হওয়ার তা হয়ে যায়। আগুনে অন্তত কয়েকশো চেয়ার পুড়ে ছাই হয়ে গিয়েছে। জেলা জুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যদিও পরিস্থিতি এখনও উত্তপ্ত। এলাকায় উত্তেজনা রয়েছে। নিউ লামকা এলাকায় মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের এদিনই ওই কেন্দ্রটি উদ্বোধনের কথা ছিল। কিন্তু এই ঘটনার পর অনুষ্ঠান আর হবে কিনা কিংবা মুখ্যমন্ত্রী সেখানে যাবেন কিনা সে ব্যাপারে প্রশাসনিক তরফে কিছু জানানো হয়নি।

error: Content is protected !!