যানজট মুক্ত রাখতে ঢালাই ব্রিজের কাছে চালু হল অত্যাধুনিক সিগনালিং এবং কিয়স্ক
গড়িয়া ঢালাই ব্রিজ এলাকা যানজট মুক্ত থাকে, সে বিষয়ে তৎপর হল রাজ্য পুলিশ। ঢালাই ব্রিজ এলাকায় চালু হল অত্যাধুনিক ট্রাফিক সিগনালিং ব্যবস্থা। এর ফলে গড়িয়া, কামালগাজি, বারুইপুর, সোনারপুর এলাকায় যারা প্রতিদিন যাতায়াত করেন, তাঁদের খুব সুবিধা হবে। সম্প্রতি ঢালাই ব্রিজ সংলগ্ন সাহা পাড়ায় অত্যাধুনিক সিগনাল সিস্টেমের উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম ও বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। শুধুমাত্র অত্যাধুনিক সিগনাল ব্যবস্থাই নয়, রোদ, ঝড়, বৃষ্টির হাত থেকে কর্তব্যরত পুলিশ কর্মীদের রক্ষা করতে তৈরি হচ্ছে পুলিশ কিয়স্ক। সাধারণত কলকাতা পুলিশ কমিশনারেট এলাকায় এই ধরনের পুলিশ কিয়স্ক দেখা যায়।