সুনীতা ফিরতেই শুভেচ্ছা বার্তা মোদি-মমতার

উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বুধবার ভারতীয় সময় ভোর রাত ২টো ২৭ মিনিটে পৃথিবীতে সফল অবতরণ সুনীতা উইলিয়ামস-সহ ক্রু-৯-এর চার নভোচরের। সুনীতা-সহ চার মহাকাশচারীর পৃথিবীতে প্রত্যাবর্তনের পরই শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতীয় বংশোদ্ভূত সুনীতাকে বিশেষ শুভেচ্ছা। এক্স হ্যান্ডলের পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘ক্রু-৯-কে স্বাগত। পৃথিবী আপনাদের অভাব অনুভব করছিল। এটা তাঁদের দৃঢ়তা, সাহস, চেতনা ও উদ্যমের একটা পরীক্ষা ছিল। সুনীতা উইলিয়ামস ও ক্রু-৯-এর পুরো টিম আমাদের দেখিয়েছে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের কী ফল হতে পারে। অজানাকে জানার তাঁদের এই আগ্রহ ও দৃঢ়তা আরও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা জোগাবে।’ এখানেই শেষ নয়, মহাকাশ গবেষণার প্রগতি নিয়েও উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী। তিনি লিখেছেন, ‘মহাকাশ আবিষ্কারের এই কাজ ক্রমশই নিজের ক্ষমতার সীমা আরও বাড়িয়ে নতুন স্বপ্ন দেখতে উৎসাহ জোগাচ্ছে। এমনকী সেই স্বপ্নকে বাস্তব করার সাহসও দিচ্ছে। সুনীতা উইলিয়ামস বরাবরই এই কাজে একজন আইকন এবং পথিকৃৎ, তার কর্মজীবন জুড়ে ছড়িয়ে এমনই সব উদাহরণ।’ পৃথিবীর নানা প্রান্ত থেকে আসছে শুভেচ্ছাবার্তা। ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামসকে নিয়ে বাড়তি উন্মাদনা রয়েছে আমাদের দেশে। ‘ভারতকন্যা’কে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে মমতা লেখেন, ‘দীর্ঘদিন বাদে সুনীতা উইলিয়ামস এবং অন্যান্য মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরে আসার জন্য স্বাগতম। আমাদের ভারতের মেয়ে আমাদের কাছে ফিরে এসেছেন, এতে আমরা ভীষণ আনন্দিত এবং উচ্ছ্বসিত।’ মমতা বলেন, ‘আপনাদের সাহস, আপনাদের প্রত্যাবর্তন, সর্বোপরি মানবজাতির গৌরবের জন্য আমার শুভেচ্ছা রইল। উদ্ধারকারী দলকেও তাঁদের অভূতপূর্ব সমর্থন এবং সাফল্যের জন্য অভিনন্দন জানাই।’

https://twitter.com/MamataOfficial/status/1902248654175662333

error: Content is protected !!