নিরাপত্তার স্বার্থে বড় পদক্ষেপ মোদি সরকারের! ভারতের ৯ বিমানবন্দরে বাতিল তুর্কির সেলিবি এভিয়েশনে নিরাপত্তা-ছাড়পত্র

ভারত-পাক (সংঘর্ষের সময় পাকিস্তানকে সশস্ত্র ড্রোন এবং অপারেটর সরবরাহ করেছিল তাদের মিত্র দেশ তুর্কিয়ে। এরপরেই তুর্কিয়ে বয়কটের ডাক উঠেছে দেশ জুড়ে। এই পরিস্থিতিতে ‘জাতীয় নিরাপত্তা’র কারণে তুর্কিয়ে এভিয়েশন সংস্থা সেলিবি এভিয়েশনের (Celebi Aviation) ছাড়পত্র বাতিল করল কেন্দ্র! মুম্বাই এবং চেন্নাই-সহ দেশের ৯টি ভারতীয় বিমানবন্দরে উচ্চপর্যায়ের নিরাপত্তার কাজে যুক্ত সেলিবি। প্রতি বছরে ভারতে ৫৮০০০ ফ্লাইট পরিচালনা করে তুর্কির সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যায়, বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো ওরফে বিসিএএস (BCAS) নির্দেশিকা জারি করে বিরাট পদক্ষেপ জানিয়ে দিল।  সেলেবি এভিয়েশন মূলত গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো ম্যানেজমেন্ট এবং এয়ারসাইড অপারেশনসের কাজগুলি করে। বিমানবন্দরের পরিবেশ কিন্তু সংবেদনশীল এবং নিয়ন্ত্রিত প্রকৃতির। এখানেই শেষ নয়, মাথায় রাখতে হবে তা সরাসরি বিমানের সঙ্গেই যুক্ত। যে কারণেই তা উচ্চপর্যায়ের হিসেবে ধরা হয়। সেলেবি কর্মীরা এয়ারসাইড জোনে কাজ করেন, যা বিমানবন্দরের হাই-সিকিউরিটি জোন। সেলেবি কর্মীরা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারিত জিনিসপত্র সহ কার্গো লজিস্টিক এবং যাত্রীদের লাগেজও পরিচালনা করেন।  সেলেবির অফিসিয়াল ওয়েবসাইট বলছে, তারা ভারতে প্রতিবছর ৫৮,০০০ এরও বেশি ফ্লাইট এবং ৫ লক্ষ ৪০ হাজার টনেরও বেশি পণ্য পরিবহন করে। সেলেবির কর্মী সংখ্যা ৭৮০০ জন। সেলেবিকে ২০২২ সালের ২১ নভেম্বর গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি বিভাগের অধীনে ছাড়পত্র দেওয়া হয়েছিল। অবশেষে তা প্রত্যাহার করে নেওয়া হল। 

error: Content is protected !!