মেলোনির সঙ্গে মোদির সেলফি ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে মেলোডি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ভারতের প্রধানমন্ত্রীর একটি সেলফি ভাইরাল হয়। মেলোনিই সেটি পোস্ট করে লেখেন মেলোডি। ভাইরাল হতে বেশি সময় নেয়নি ছবিটি। শনিবার এই ছবিরই উত্তর দিলেন মোদি।এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার বিষয়টা সবসময়ই আনন্দের। দুবাইতে COP28 সম্মেলনে দেখা হয় দুই দেশের প্রধানমন্ত্রীর। সেখানেই ছবি তুলে পোস্ট করেছিলেন মেলোনি। রাজনৈতিক সম্পর্ক ছাড়াও মোদি এবং মেলোনির ব্যক্তিগত সম্পর্ক বেশ ভাল। সেপ্টেম্বরে ভারতে G-20 সম্মেলনেও দুই প্রধানমন্ত্রীকে হালকা মেজাজে দেখা গিয়েছিল।

error: Content is protected !!
16:37