
২ দিনের শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী মোদি
থাইল্যান্ডের পর শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার রাতে দ্বীপরাষ্ট্রের রাজধানী কলম্বোতে পৌঁছন তিনি ৷ দায়িত্বে আসীন হওয়ার পর গত সেপ্টেম্বরে প্রথম ভারত সফরে এসেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে ৷ এবার দুই দেশের সামগ্রিক দ্বি-পাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা, বাণিজ্য ও শক্তি নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী মোদি ৷ভারতীয় সময় শুক্রবার রাত ৯টা নাগাদ কলম্বোর বিমানবন্দরে পৌঁছন নরেন্দ্র মোদি ৷ সেখানে তাঁকে স্বাগত জানানোর জন্য বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত ছিলেন সেদেশের শীর্ষ 6 জন মন্ত্রী ৷ বিদেশমন্ত্রী ভিজিথা হেরাথ, স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী নালিন্দা জয়তিসা, শ্রমমন্ত্রী অনিল জয়ন্ত, মৎস্যমন্ত্রী রামলিঙ্গম চন্দ্রশেখর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সরোজা সাবিত্রী পৌলরাজ ছাড়াও ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ক্রিশান্থা আবেসেনা ৷ কলম্বো পৌঁছে এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেন মোদি ৷ শনিবার শ্রীলঙ্কান প্রেসিডেন্ট দিসানায়েকের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি ৷ উল্লেখ্য, প্রেসিডেন্ট পদে ক্ষমতায় আসার পর এই প্রথম পড়শি দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান দিসানায়েকে ৷ অন্যদিকে, ২০১৯ সালের পর এই প্রথম শ্রীলঙ্কা সফরে মোদি ৷ গত 6 বছরের ব্যবধানে সেদেশের রাজনীতি ও অর্থনীতিতে বিপুল পরিবর্তন এসেছে ৷ এই আবহে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহল ৷