Latest Posts
রেললাইনে ট্রাক, ভোররাতে মহারাষ্ট্রের জলগাঁওয়ে লরিকে ধাক্কা মেরে ৫০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল অমরাবতী এক্সপ্রেসনেই নিষেধাজ্ঞা! রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতনবসন্ত উৎসবের জন্য টানা ৩ দিন বন্ধ থাকবে লাটাগুড়ি ও গোরুমারা এবং নেওড়া ভ্যালির জঙ্গলপরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় বাবা এবং ভাইয়ের হাতে খুন তরুণীহাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বাতিল একগুচ্ছ ট্রেন!নাগরাকাটায় আউটপোস্ট তৈরির জন্য এসএসবি-কে জমি দিল রাজ্য সরকারপোলেরহাটে ২টি ইটভাটায় হানা দিয়ে উদ্ধার ২১ শিশুশ্রমিকভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল-লাদাখশিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডএবার কান চলচ্চিত্র উত্‍সবে আলিয়াস্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টের

মহম্মদ সেলিমই সিপিএমের রাজ্য সম্পাদক

ফের মহম্মদ সেলিমের উপরেই ভরসা রাখল সিপিএম। চার দিনের কনফারেন্স শেষে রাজ্য সিপিএম-এর যে কমিটি সামনে এসেছে তাতে রয়েছে ৮০ জনের নাম। রাজ্য সম্পাদক পদে ফের বসেছেন মহম্মদ সেলিম। ২৫ ফেব্রুয়ারি, সিপিএমের ২৭তম রাজ্য সম্মেলন শেষ হয়েছে। তার পরেই ৮০ জনের রাজ্য কমিটির তালিকা প্রকাশিত হয়েছে। সেখানেই এক নম্বরে রয়েছে মহম্মদ সেলিমের নাম। তার পরেই রয়েছে রামচন্দ্র ডোমের নাম। এ বারের রাজ্য কমিটিতে বর্ষীয়ান নেতারা যেমন স্থান পেয়েছেন, তেমনই একাধিক তরুণ মুখকেও দেখা গিয়েছে। পুরোনো মুখের মধ্যে রয়েছেন শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, নিরাপদ সর্দার-সহ অনেকেই। রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন সায়নদীপ মিত্র, ময়ূখ বিশ্বাস, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, প্রতীক-উর-রহমানের মতো তরুণ মুখ। তবে এ বার সিপিএমের রাজ্য কমিটিতে জায়গা পাননি এসএফআই-এর রাজ্য কমিটির সম্পাদক-সভাপতি। রাজ্য কমিটিতে রয়েছেন মীনাক্ষি মুখোপাধ্যায়। এ বারের রাজ্য কমিটিতে ৮০ জনের মধ্যে মহিলা রয়েছে ১৪ জন। দেবলীনা হেমব্রম, মধুজা সেন রায়, রূপা বাগচী, কনীনিকা ঘোষ, গার্গী চট্টোপাধ্যায়ের মতো নেত্রীরা রয়েছেন সিপিএমের রাজ্য কমিটিতে। বয়সের কারণে এ বার রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অশোক ভট্টাচার্যের মতো নেতারা। কমিটিতে নেই জীবেশ ভট্টাচার্যও। রাজ্য কমিটিতে এ বার আর ঠাঁই হলো না সুশান্ত ঘোষের। বছর তিনেক আগে অভ্যন্তরীণ ভোটাভুটিতে জিতে জেলা সম্পাদক হয়েছিলেন সুশান্ত। তার পর তাঁকে রাজ্য কমিটিতেও নেওয়া হয়। ৮০ জনের যে তালিকা প্রকাশ্যে এসেছে তাতে কয়েকটি নাম নিয়ে চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অন্য রাজনৈতিক দলের প্রথমসারির নেতাদের সঙ্গে নামের মিল থাকায় শুরু হয়েছে আলোচনা। তালিকার ২৯ নম্বর নামটি দিলীপ ঘোষ, ৪৯ নম্বরের নামটি পরেশ পাল এবং ৬৬ নম্বরের নামটি শেখ হাসিনা।

error: Content is protected !!