
মহম্মদ সেলিমই সিপিএমের রাজ্য সম্পাদক
ফের মহম্মদ সেলিমের উপরেই ভরসা রাখল সিপিএম। চার দিনের কনফারেন্স শেষে রাজ্য সিপিএম-এর যে কমিটি সামনে এসেছে তাতে রয়েছে ৮০ জনের নাম। রাজ্য সম্পাদক পদে ফের বসেছেন মহম্মদ সেলিম। ২৫ ফেব্রুয়ারি, সিপিএমের ২৭তম রাজ্য সম্মেলন শেষ হয়েছে। তার পরেই ৮০ জনের রাজ্য কমিটির তালিকা প্রকাশিত হয়েছে। সেখানেই এক নম্বরে রয়েছে মহম্মদ সেলিমের নাম। তার পরেই রয়েছে রামচন্দ্র ডোমের নাম। এ বারের রাজ্য কমিটিতে বর্ষীয়ান নেতারা যেমন স্থান পেয়েছেন, তেমনই একাধিক তরুণ মুখকেও দেখা গিয়েছে। পুরোনো মুখের মধ্যে রয়েছেন শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, নিরাপদ সর্দার-সহ অনেকেই। রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন সায়নদীপ মিত্র, ময়ূখ বিশ্বাস, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, প্রতীক-উর-রহমানের মতো তরুণ মুখ। তবে এ বার সিপিএমের রাজ্য কমিটিতে জায়গা পাননি এসএফআই-এর রাজ্য কমিটির সম্পাদক-সভাপতি। রাজ্য কমিটিতে রয়েছেন মীনাক্ষি মুখোপাধ্যায়। এ বারের রাজ্য কমিটিতে ৮০ জনের মধ্যে মহিলা রয়েছে ১৪ জন। দেবলীনা হেমব্রম, মধুজা সেন রায়, রূপা বাগচী, কনীনিকা ঘোষ, গার্গী চট্টোপাধ্যায়ের মতো নেত্রীরা রয়েছেন সিপিএমের রাজ্য কমিটিতে। বয়সের কারণে এ বার রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অশোক ভট্টাচার্যের মতো নেতারা। কমিটিতে নেই জীবেশ ভট্টাচার্যও। রাজ্য কমিটিতে এ বার আর ঠাঁই হলো না সুশান্ত ঘোষের। বছর তিনেক আগে অভ্যন্তরীণ ভোটাভুটিতে জিতে জেলা সম্পাদক হয়েছিলেন সুশান্ত। তার পর তাঁকে রাজ্য কমিটিতেও নেওয়া হয়। ৮০ জনের যে তালিকা প্রকাশ্যে এসেছে তাতে কয়েকটি নাম নিয়ে চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অন্য রাজনৈতিক দলের প্রথমসারির নেতাদের সঙ্গে নামের মিল থাকায় শুরু হয়েছে আলোচনা। তালিকার ২৯ নম্বর নামটি দিলীপ ঘোষ, ৪৯ নম্বরের নামটি পরেশ পাল এবং ৬৬ নম্বরের নামটি শেখ হাসিনা।