
বেঙ্গালুরুকে ২-১ গোলে হারিয়ে ফের ISL চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট
২-১ ফলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিল মোহনবাগান। লিগ শিল্ডের পরে এ বার ISL কাপ জিতল সবুজ মেরুন ব্রিগেড। চলতি মরশুমে দ্বিমুকুট জয় হোসে মোলিনার ছেলেদের। ৪৯ মিনিটে অ্যালবার্তো রদ্রিগেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। গত মরসুমের মতো আবার কাপ হাতছাড়া হবে কি না সেই আশঙ্কা দানা বাঁধছে সল্টলেকের আকাশে। কিন্তু আন্তনিও লোপেজ হাবাস যা পারেননি, হোসে মোলিনা তাই করে দেখালেন। দুটো পরিবর্তন করলেন বাগান কোচ, লিস্টন কোলাসোর জায়গায় নামালেন আশিক কুরুনিয়ানকে, আর অনিরুদ্ধ থাপাকে তুলে নামালেন সাহাল আবদুল সামাদকে। খেলা ঘুরল, ম্যাচে দখল বাড়ল মেরিনারদের। দুর্ভাগ্যের জেরে যেমন পিছিয়ে পড়েছিল তারা, সমতা ফেরাতে সেই ভাগ্যই সাহায্য করল। জেসন কামিংসের পাসে পা চালিয়েছিলেন জেমি ম্যাকলারেন, বল চিংলেনসানার হাতে লাগল। পেনাল্টি থেকে গোল করলেন কামিংস। ম্যাকলারেন সহজ হেডার বাইরে না মারলে হয়তো ৯০ মিনিটেই খেলা শেষ হত। সেই পাপস্খালন তিনি করলেন অতিরিক্ত সময়ের প্রথমার্ধে। গ্রেগ স্টুয়ার্টের পাস ঠিক করে ক্লিয়ার করতে পারেননি সেই চিংলেনসানা। ৭২ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান জেসন কামিন্স। ৯৬ মিনিটে জয়সূচক গোল করেন জেমি ম্যাকলারেন। খাঁটি স্ট্রাইকারের মতো বল দখল করে গুরপ্রীত সিংয়ের পায়ের তলা দিয়ে জয়সূচক গোল করলেন ম্যাকলারেন। সঙ্গে সঙ্গে যুবভারতীর গ্যালারিতে শুরু হল সবুজ আবির খেলা। একই মরশুমে আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল কাপ জিতল সবুজ-মেরুন ব্রিগেড। মুম্বই সিটি এফসির পরে দ্বিতীয় দল হিসেবে সেই নজির গড়ল। সেইসঙ্গে ঘরের মাঠে কোনও দল আইএসএল কাপ না জেতার যে অভিশাপ ছিল, সেটাই কেটে গেল। ফের নজির গড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। বাংলার ক্লাবের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে সাধুবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখলেন, “আমাদের বাংলার দল মোহনবাগানের জন্য আমরা গর্বিত। ইন্ডিয়ান সুপার লিগে তোমাদের জয়ের জন্য অভিনন্দন। দুর্দান্ত জয়ের জন্য তোমাদের কুর্নিশ। তোমাদের জন্য আমরা গর্বিত।”