নিয়মরক্ষার ম্যাচেও জিতে গেল মোহনবাগান, গোয়াকে হারিয়ে লিগ-শিল্ড জিতে নিল সবুজ-মেরুন

মোহনবাগান ২ (বরিস-আত্মঘাতী, স্টুয়ার্ট)
গোয়া ০

টানা দ্বিতীয়বার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। আর শুধু জেতা নয়, রীতিমতো আধিপত্য রেখে জেতা। মাঝপথে সবুজ-মেরুন নৌকোর ধাক্কায় ভেঙেছে অসংখ্য রেকর্ড। যা আগে অন্য কোনও দলের ছিল না। একনজরে রইল সেই নজিরের পরিসংখ্যান। আইএসএলের প্রথম লেগের ম্যাচে এই গোয়ার কাছেই হেরেছিল মোহনবাগান। তাই এদিনের ম্যাচ ছিল মনবীর-লিস্টনদের কাছে বদলার ম্যাচ। প্রথমার্ধে মোহনবাগান একাধিক আক্রমণ করে। এই ম্য়াচে জেমি ম্যাকলারেনকে বিশ্রাম দিয়েছিলেন বাগান কোচ, তবে তাতে বাগানের আক্রমণে ঝাঁঝ কমেনি। মনবীর, লিস্টন, পেত্রাতোস, স্টুয়ার্টরা শুরু থেকেই পরপর আক্রমণে গোয়ার রক্ষণকে ক্ষত বিক্ষত করতে থাকেন, তবে গোল আসেনি প্রথমার্ধে।  মোহনবাগানের হয়ে এই ম্যাচের গোলদাতা গ্রেগ স্টুয়ার্ট, কারণ অপর গোলটি আসে প্রতিপক্ষ দলের ফুটবলারের গায়ে লেগে। একেবারে শিল্ড জয়ের জন্য যেমন মূহূর্ত প্রয়োজন, সমর্থকদের তাই দিলেন কামিন্স, স্টুয়ার্ট, পেত্রাতোসরা। আগে শিল্ড জিতলেও এদিনই ছিল লিগ স্টেজের শেষ ম্যাচে শিল্ড সেলিব্রেশনের দিন। আর সেখানে সমর্থকদের জয় উপহার দিলেন বাগান ফুটবলাররা। মোহনবাগান প্রথম গোলের দেখা পায় ৬২ মিনিটে। যখন বোরিস সিং থাংজামের গায়ে বল লেগে গোয়ার গোলে বল ঢুকে যায়। সেই লিড এরপর কাজে লাগিয়ে সবুজ মেরুন শিবির ডয়ের কাছাকাছি চলে গেছিল। মোলিনা এরপর নামান জ্যাসন কামিন্সকে, যিনি এসে দ্বিতীয় গোলটি করান।  এই জয়ের ফলে এক মরশুমে সব থেকে বেশি মিনিট ৬২৬ মিনিট কোনও গোল হজম করেনি বাগান , এছাড়াও প্রথম দল হিসেবে পরপর তিনটি মরশুমে আইএসএল ট্রফি জিতল সবুজ মেরুন শিবির।

error: Content is protected !!