গোয়াকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ডের ফাইনালে সুপার জায়েন্ট মোহনবাগান

গোয়াকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে সুপার জায়েন্ট মোহনবাগান। এদিন শুরুতে এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্য়াচ জিতে নেয় মোহনবাগান। প্রথমার্ধে ম্যাচের ফল ছিল ১-১। ৮১ মিনিটে জয় গুপ্তার শট অল্পের জন্য বাইরে চলে যায়। এরপর দুই দলই সুযোগ পেলেও গোল সংখ্যা বাড়েনি। জয় গুপ্তা সংযুক্তি সময় ফ্রিকিক থেকে হেড করলেও দারুণ সেভ করেন বিশাল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল মোহনবাগান। ম্যাচের ৫৭ মিনিটে হুগো বুমোসকে তুলে আর্মান্দো সাদিকুকে নামায় ফেরান্দো। মাঠে নামার চার মিনিটের মধ্যেই আলবেনিয়ান ফরোয়ার্ড গোল করেন। সন্ধেশ ঝিঙ্গনের ভুলে বক্সের বাইরে বল পেয়ে যান সাদিকু। দূর থেকে দারুণ শটে গোল করেন তিনি। ২-১ গোলে এগিয়ে যায় মোহনবাগান। আগামী রবিবার ডুরান্ডের কাপযুদ্ধের ফাইনালেই সেই বড় ম্যাচ। ১৯ বছর পর ফের ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি হবে। শেষবার ২০০৪ সালে ডুরান্ড জিতেছিল ইস্টবেঙ্গল। মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে এসেছিল মোহনবাগান। সুবজ-মেরুন শেষবার ডুরান্ড জেতে ২০০০ সালে। দুই দলেরই রয়েছে ১৬টি করে ডুরান্ড। এবার যে জিতবে সেই এগিয়ে যাবে এক কদম।