
এবার চলন্ত ট্রেনের মহিলা কামরায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ
এবার চলন্ত ট্রেনের মহিলা কামরায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ। শান্তিপুরের ফুলিয়া থেকে শিয়ালদহ ফেরার সময় ঘটনাটি ঘটে। ফেসবুক লাইভ করে লোকাল ট্রেনে শ্লীলতাহানির হাত থেকে নিস্তার পেলেন এক তরুণী। ফেসবুক লাইভে তিনি পরিচিতদের উদ্দেশে সাহায্যের আর্তিও জানান। শুক্রবার রাতের ডাউন শান্তিপুর লোকালে মহিলা কামরার ঘটনা। আতঙ্কিত তরুণী দমদম স্টেশনে জিআরপি থানায় অভিযোগ জানান। মোবাইলে অভিযুক্তের ছবি থাকলেও শনিবার বিকেল পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এই ঘটনায় রাতের লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, বেহালার বাসিন্দা, অভিযোগকারী মহিলার বয়স ২৪ বছর। শুক্রবার ব্যক্তিগত কাজে শান্তিপুরের ফুলিয়ায় গিয়েছিলেন তিনি। সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার ডাউন শিয়ালদহ লোকাল ধরে ফিরছিলেন। মহিলা কামরায় ওঠেন তিনি। ক্লান্ত থাকার ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়েন। তাঁর অভিযোগ, হঠাৎ একটি অস্বস্তিকর স্পর্শে ঘুম ভেঙে যায়। তিনি দেখেন কেউ তাঁর শরীরে বাজে ভাবে হাত দিচ্ছে। তাকিয়ে দেখেন ফাঁকা মহিলা কামরায় একজন ব্যক্তি তাঁর গায়ে হাত দিচ্ছে। মহিলার অভিযোগ, বাধা দিলে মারধর করে ওই ব্যক্তি। তাঁর কাছে টাকা চায়। সোনার চেন রয়েছে কিনা গলায় হাত দিয়ে তা দেখতে চায় অভিযুক্ত।এরপর বুদ্ধি খাটিয়ে ফেসবুক লাইভ করতে শুরু করেন মহিলা। তাতে কিছুটা পিছু হটে অভিযুক্ত। পাশাপাশি, ফেসবুক লাইভে অভিযুক্তের ছবিও প্রকাশ্যে চলে আসে। মহিলা জানান, ট্রেনের চেন টানলে সেটাও কোনও কাজে আসেনি। শেষে শিয়ালদহ আসতেই পালিয়ে যায় অভিযুক্ত। মহিলা কোনরকমে ট্রেন থেকে নেমে শিয়ালদহ জিআরপিতে গিয়ে অভিযোগ জানান।