
দুধের দাম লিটারে ২ টাকা বাড়াল মাদার ডেয়ারি
লিটারে ২ টাকা পর্যন্ত দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি। বুধবার থেকে এই বর্ধিত দামে বিক্রি হবে মাদার ডেয়ারির দুধ। মঙ্গলবার সংস্থার এক কর্তা জানিয়েছেন, ৩০ এপ্রিল থেকে বাজারে এই সংশোধন মূল্য কার্যকর হবে। দিল্লি-রাজধানী এলাকায় টোনড মিল্কের দাম প্রতি লিটার ৫৪ টাকা ছিল। বুধবার থেকে তা কিনতে হবে ৫৬ টাকায়। টোনড মিল্কের (পাউচড)-এর দাম প্রতি লিটারে ৫৬ টাকা থেকে বাড়িয়ে ৫৭ টাকা করা হয়েছে। ডাবল টোনড মিল্কের দাম ৪৯ টাকা থেকে বাড়িয়ে ৫১ টাকা করা হয়েছে। ফুল ক্রিম মিল্ক ছিল ৬৮ টাকা করে। তা থেকে বেড়ে নতুন দাম হয়েছে ৬৯ টাকা। গরুর দুধের দাম প্রতি লিটারে ৫৭ টাকা থেকে বেড়ে ৫৯ টাকা হয়েছে।