
হেলমেট নিয়ে নয়া নির্দেশিকা মোটর ভেহিকেলসের, স্ট্র্যাপ খোলা থাকলে ২ হাজার টাকা জরিমানা
মোটর ভেহিকেলস আইনের ১৯৪ডি ধারায় সংশোধনের পর জারি নয়া নির্দেশিকা। মাথায় হেলমেট পরেই দু’চাকায় সওয়ার হয়েছেন। কিন্তু তা হলেও জরিমানা হতে পারে ২ হাজার টাকা। কারণ আপনার হেলমেটের স্ট্যাপটা হয়তো বাঁধা নেই বা ভারতীয় গুণমানের বিএসআই বা আইএসআই ছাপ নেই। নয়া নিয়মের গেরোয় আপনার হেলমেট মাথায় থাকলেও আপনার পকেট থেকে বেরিয়ে যেতে পারে ২ হাজার টাকা। কাজেই মোটরসাইকেল চালানোর সময় মাথায় শুধু হেলমেট পরলেই চলবে না। যদি হেলমেটের স্ট্র্যাপ খোলা থাকে তাহলে হাজার টাকা, তার সঙ্গে যদি হেলমেটে ভারতীয় গুণমানের ছাপ না থাকে, তাহলে আরও হাজার টাকা জরিমানা হবে। সংশোধিত নিয়মে বলা হচ্ছে, লাল সিগন্যাল ভাঙলে জরিমানা হতে পারে ২ হাজার টাকা।
মোটরসাইকেলের পাশাপাশি মালবাহী গাড়ির ক্ষেত্রেও বেশকিছু নয়া নিয়ম আনা হয়েছে। কোনও গাড়ি ওভারলোডেড হলে ২০ হাজার টাকা জরিমানা হবে। তা ছাড়া বাড়তি মালপত্রের প্রতি টনে ২ হাজার টাকা করে জরিমানা করা হবে বলে সংশোধিত নিয়মে জানানো হয়েছে।