প্রয়াত দক্ষিণী ছবির প্রযোজক কে মুরলীধরণ

প্রয়াত তামিল সিনেমার জনপ্রিয় প্রযোজক কে মুরলীধরণ। গতকাল, দুপুরে তাঁর মৃত্যু হয়। মুরলীধরণের প্রতিষ্ঠিত লক্ষ্মী মুভি মেকারস প্রযোজনা সংস্থা কমল হাসান, অজিত সব তামিল সিনেমার বিভিন্ন বড় তারকার সঙ্গে একাধিক হিট ছবি তৈরি করেছে। তাঁর মৃত্যুতে চলচিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।

error: Content is protected !!