মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী ‘অযোধ্যার অবদেশ প্রসাদ’
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের ফলাফল আগের থেকে ভালো হলেও তারা কেন্দ্রে সরকারে আসতে পারেনি। তবে জোটে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে তৃণমূলকে। সূত্রের খবর, সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধীদের তরফ থেকে কে প্রার্থী হবেন, সেই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ। যত সময় যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের গুরুত্ব যে বিরোধী জোটে যথেষ্টই বেড়েছে তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। এই মুহূর্তে ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে ফৈজাবাদের সাংসদ অবদেশ প্রসাদের নাম শোনা যাচ্ছে। অযোধ্যা এই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত। আর সেই কেন্দ্রের সমাজবাদী পার্টির সাংসদকেই ডেপুটি স্পিকার পদে প্রার্থী হওয়ার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটি স্পিকার পদে অবদেশ প্রসাদের নাম উঠে আসায় যথেষ্ট অস্বস্তিতে বিজেপিও। কারণ, হিসেবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, লোকসভা নির্বাচনে রাম মন্দিরকে প্রচারের অন্যতম হাতিয়ার করেছিল গেরুয়া শিবির। কিন্তু ফলাফলের পর দেখা যায় সেই ‘রাম জন্মভূমি’তেই হেরে গিয়েছে বিজেপি। এবার সেই অযোধ্যা তথা ফৈজাবাদের সাংসদকেই ডেপুটি স্পিকার করা হলে বিজেপির জন্য তা যথেষ্টই অস্বস্তির কারণ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাৎপর্যপূর্ণ বিষয়, লোকসভার উপাধ্যক্ষ হিসেবে অবদেশ প্রসাদের নাম সুপারিশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার ডেপুটি স্পিকার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি এবং অখিলেশ যাদবের মধ্যে কথা হয়। সেখানেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, তাদের তরফ থেকে ডেপুটি স্পিকার পদে কাউকে দাঁড় করাতে চাইছে না দল। সে ক্ষেত্রে ঠিক হয় ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের প্রার্থী হবেন অবদেশ প্রসাদ। নির্দিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে, আলোচনার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন। সেখানে তিনি এই পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর।