মধ্যপ্রদেশে এনকাউন্টারে খতম ২ মহিলা মাওবাদী

দুই জেলার সীমানায় মাওবাদী নিকেশ অভিযানে মৃত্যু হল দুই মহিলা মাওবাদীর ৷ মধ্যপ্রদেশের বালাঘাট ও মণ্ডলার সীমানায় এই এনকাউন্টার হয় হক বাহিনী ও মাওবাদীদের মধ্যে ৷ বালাঘাটের এসপি রজত সাকলেচা এই এনকাউন্টারের বিষয়টি নিশ্চিত করেছেন ৷ তিনি বলেন, “বুধবার সকালে এই এনকাউন্টার হয় ৷ নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলিযুদ্ধে দুই মহিলা মাওবাদী প্রাণ হারান ৷ এখনও এনকাউন্টার চলছে ৷” সূত্রে জানা গিয়েছে, মণ্ডলার বিছিয়া থানা এলাকার মুণ্ডিদাদর, গানহেরিদাদরের জঙ্গলে গুলিযুদ্ধ শুরু হয় নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের মধ্যে ৷ এনকাউন্টার এখনও চলছে ৷ এসপি রজত বলেন, “এই অভিযানে মাওবাদী ও হক ফোর্সের মধ্যে গুলির লড়াই চলছে ৷ হক ফোর্স মাওবাদীদের কাজকর্মে নজরদারি চালায় ৷ ঘন জঙ্গলে নেটওয়ার্ক পাওয়া মুশকিল ৷ তাই এখন কী অবস্থা, তা নিশ্চিত করে জানা যায়নি ৷” উল্লেখ্য, গত 9 মার্চ মণ্ডলার কানহা জাতীয় পার্কের চিমটা জঙ্গল এলাকায় এনকাউন্টার হয় ৷ জানা যায়, হক বাহিনী এনকাউন্টারে এক মাওবাদীকে নিকেশ করেছে ৷ এছাড়া দু’জন মাওবাদী সমর্থককে গ্রেফতার করা হয় ৷ 

error: Content is protected !!