ইজরায়েলে একের পর এক বাসে বিস্ফোরণ

ইজরায়েলের তেল আভিভে একের পর এক বাসে পরপর বিস্ফোরণ ঘটল। সেই বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও পুলিশের তরফে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে জঙ্গি হামলা চালানো হয়েছে। আর যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা একেবারে নতুন নয়। একবিংশ শতকের গোড়ার দিকে প্যালেস্তাইনের বিদ্রোহের সময় ইজরায়েলে যে একের পর এক ভয়াবহ বাস বিস্ফোরণ ঘটানো হত, তার ভয়ংকর স্মৃতি ফিরিয়ে এনেছে বৃহস্পতিবারের ঘটনা। ওরকম ঘটনা এখন কার্যত বিরল হয়ে উঠেছে। তাও ১৬ মাসের যুদ্ধের পরে গাজায় প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠী হামাস এবং ইজরায়েলের মধ্যে যখন সংঘর্ষবিরতি চুক্তি (যা লঙ্ঘনের অভিযোগ তোলে দু’পক্ষই) আছে, তখন সেই পুরনো ধাঁচে বাস বিস্ফোরণের বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না তেল আভিভ। বরং ওই ঘটনার পরে সামরিক বাহিনীকে ওয়েস্ট ব্যাঙ্কে আরও জোরদার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

error: Content is protected !!