বিমানে বোমাতঙ্ক! ভুয়ো ইমেল ঘিরে আতঙ্ক
মুম্বই বিমানবন্দরে হুমকি ইমেল! আর এই ইমেলকে ঘিরে হুলস্থূল বিমানবন্দরে। শনিবার রাতে এই ধরণের একটি ভুয়ো ইমেল আসে বলে জানা গিয়েছে বিমানবন্দর সূত্রে। মুম্বই বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ইন্ডিগোর ফ্লাইট 6E 6045-এ বোমা রাখা আছে বলে ইমেলে জানানো হয়। রাতেই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল অর্থাৎ মুম্বই বিমানবন্দর থেকে আহমেদাবাদ যাওয়ার কথা ছিল ইন্ডিগোর এই ফ্লাইটটি। ভুয়ো এই ইমেল ঘিরে রীতিমত হুলস্থূল পড়ে যায়। যদিও বিমানটিতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এরপর গভীর রাতে বিমানটি নির্দিষ্ট গন্তব্যে উড়ে যায়। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।