
রেললাইনে ট্রাক, ভোররাতে মহারাষ্ট্রের জলগাঁওয়ে লরিকে ধাক্কা মেরে ৫০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল অমরাবতী এক্সপ্রেস
শুক্রবার ভোররাতে মহারাষ্ট্রের জলগাঁও এলাকার বোডবাড় রেল স্টেশনে দুর্ঘটনা ৷ ট্রেনের গতি কম থাকায় দুর্ঘটনা ঘটলেও তাতে বড় কোনও ক্ষতি হয়নি ৷ কারও প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি ৷ মুম্বই-অমরাবতী এক্সপ্রেসের সামনে হঠাৎ একটি ট্রাক চলে আসে ৷ ওই ট্রাকটিকে টেনে হিঁচড়ে ৫০০ মিটার পর্যন্ত নিয়ে যায় ট্রেনটি ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় ৷ পাশাপাশি যানজট তৈরি হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, এদিন ভোর 4টে নাগাদ মুম্বই-অমরাবতী এক্সপ্রেস বোডবাড় রেল স্টেশনের দিকে যাচ্ছিল ৷ এদিকে ঠিক সেই সময়ই সবজি বোঝাই একটি ট্রাক পুরনো রেলওয়ে ক্রসিং ভেঙে সরাসরি রেল ট্র্যাকে ঢুকে পড়ে ৷ তখনই মুম্বই-অমরাবতী এক্সপ্রেসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয় ৷ ট্রেনটি ওই ট্রাকটিকে ৫০০ মিটার দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে যায় ৷ ট্রেনের গতি কম থাকায় কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি ৷ কারও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ এই ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়৷ তদন্তে নেমেছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ ৷