এটিকে মোহনবাগানকে ২-০ গোলে হারালো মুম্বই সিটি এফসি
এটিকে মোহনবাগান: ০
মুম্বই সিটি এফসি: ২ (মুর্তদা ফল, ওগবেচে)
জোড়া গোলে লিগ পর্বের শেষ ম্যাচে বিধ্বস্ত হল এটিকে মোহনবাগান। প্রথম অর্ধেই জোড়া গোল হজম করে বসে তারা। তারপরে আর ম্যাচে ফিরতে পারেনি। রবিবারের মহারণ ছিল দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের লড়াই। একদিকে জুয়ান ফেরানডো অন্যদিকে হাবাস। লীগের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা লড়াই ঘিরে উত্তেজনা চরমে উঠেছিল লিগ শিল্ড উইনার্স এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার বিষয়টি যুক্ত হয়ে যাওয়ায়। এমনই হাড্ডাহাড্ডি ম্যাচে শারীরিক ফুটবলকে হাতিয়ার করলেন মুম্বই সিটি এফসি ফুটবলাররা। হাই টেম্পো ম্যাচের দুটো গোলই এল সেট পিস থেকে। দুটোই কর্ণার। ৭ মিনিটের মাথায় আহমেদ জানু-র ফ্রি কিক থেকে নিজের মার্কার তিরিকে টপকে গোল করে যান মুর্তদা ফল। দ্বিতীয় গোল আসে বিরতির ঠিক পাঁচ মিনিট আগে। এবার দুরন্ত ফ্রি কিক নেন হারনান সান্তানা। বল ক্রসবারে এসে রিবাউন্ড করে। ফিরতি বলেই হেডে ২-০ করে যান ওগবেচে।