
ফের গবাদি পশুর ধাক্কায় ভাঙল বন্দে-ভারত এক্সপ্রেসের ইঞ্জিনের অংশ
দ্রুতগামী ট্রেনের সামনে হঠাৎ হাজির গবাদি পশুর দল। দুর্ঘটনার জেরে ট্রেনের সামনের অংশে সামান্য ক্ষতি। বড় দুর্ঘটনার থেকে রেহাই পেল মুম্বই থেকে গান্ধীনগরগামী বন্দেভারত এক্সপ্রেস শনিবার সেমি-হাই স্পিড ট্রেনের সামনে গবাদি পশু চলে আসাতেই বিপত্তি। নতুন এই ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ খুলে আসে। তবে এই ঘটনায় কেউ আহত হননি।