কুয়াশাচ্ছন্ন গুয়াহাটির আকাশ, ইন্ডিগোর জরুরি অবতরণ ঢাকায় 

আজ ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ায় মুম্বই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হল বাংলাদেশের রাজধানী ঢাকায়। বিমানটি এদিন ঘন কুয়াশার জেরে গুয়াহাটি নামতে না পারায় ভোর চারটে নাগাদ ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এই ঘটনায় বিরক্ত হয়ে পড়েন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ উগড়ে দেন। বিমানে ছিলেন মুম্বই কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি সুরজ সিং ঠাকুর। তিনি ইম্ফলে ভারত ন্যায় জোড়ো যাত্রায় যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু গুয়াহাটি বিমানবন্দরে নামতে না পারায় রীতিমতো ক্ষোভ উগড়ে দেন তিনি। জানা গেছে যাত্রীরা এখনও বিমানেই রয়েছেন। কখন বিমান ফের উড়বে তা নিশ্চিত নয়। দীর্ঘক্ষণ এভাবে বিমানে বসে থেকে যাত্রীরা ক্লান্ত, বিরক্ত। ইন্ডিগো কর্তৃপক্ষও নিশ্চিত করে বলতে পারেনি কখন বিমানটি গুয়াহাটির উদ্দেশে ফের রওনা দেবে।