
KKR Vs MI: কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স
কলকাতা নাইট রাইডার্স: ১১৬ (অঙ্গকৃষ ২৬, রমনদীপ ২২)
মুম্বই ইন্ডিয়ান্স: ১২১/২ (রিকালটন ৬২*, সূর্যকুমার ২৭*)
৮ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স
একতরফা ম্যাচে কেকেআরকে হারাল মুম্বই। ১২.৫ ওভারে কেকেআরের দেওয়া ১১৭ রানে টার্গেট পার করে দিল মুম্বই ইন্ডিয়ান্স। শেষে ৯ বলে ২৭ রানের মারকাটারি ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ৪১ বলে ৬২ করে অপরাজিত থাকেন রিকলটন। ৮ উইকেট ও ৪৩ বল বাকি থাকতে জয় তুলে নিন পাঁচবারের আইপিএল জয়ীরা। কেকেআরকে হারিয়ে আইপিএল ২০২৫-এর প্রথম জয় পেল হার্দিক পান্ডিয়ার দল। টস জিতে ঘরের মাঠে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কলতাতা নাইট রাইডার্স। সুনীল নারিন, কুইন্টন ডিকক, অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, মনীশ পাণ্ডেরা সকলেই ব্যর্থ। মুম্বইয়ের বোলিংয়ের সামনে এদিন দাঁড়াতে পারেনি কেউ। কেকেআরের ব্যাটিংয়ে আংক্রিশ রঘুবংশী ২৬ ও রমনদীপ সিংয়ের ২২ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত। এছাড়া কোনও কেকেআর ব্যাটার ২০-র গন্ডি টপকাতে পারেনি। মুম্বই হয়ে নজর কাড়েন তরুণ পেসার অশ্বিনী কুমার। আইপিএল অভিষেকে ভারতীয় পেসার হিসেব ৪ উইকেট নিয়ে নজির গড়েন তিনি। ১৬.২ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় কেকেআর।