১৯ মার্চ রিলিজ করবে ‘মুম্বই সাগা’

ফেব্রুয়ারি থেকে একশো শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হলগুলো খুললেও ভিড় তেমন জমছে না। সিনেমা হলের মালিকরা তাকিয়ে আছেন একটা ‘বিগ টিকিট’ ফিল্মের জন্য। মার্চ থেকে সেই খরা কাটতে চলেছে। সঞ্জয় গুপ্ত জানিয়েছেন ১৯ মার্চ দেশজুড়ে রিলিজ করবে ‘মুম্বই সাগা’। এই ছবির হাত ধরে দেশজুড়ে ‘বিগ টিকিট’ ফিল্ম রিলিজ শুরু হচ্ছে মার্চ থেকে। ছবিতে আছেন জন আব্রাহাম, ইমরান হাসমি, সুনীল শেট্টি, কাজল আগরওয়াল, প্রতীক বব্বর, রোহিত রায় এবং আরও অনেকে। ‘বম্বে’ থেকে কীভাবে ‘মুম্বই’ হল, এই জার্নিটাই পরিচালক তুলে ধরেছেন ‘মুম্বই সাগা’তে। প্রায় আট বছর পর সঞ্জয় আবার তাঁর প্রিয় জঁর গ্যাংস্টার-ড্রামা বানালেন। জন এবং ইমরানের মত ‘হেভি ওয়েট’স্টার একই ছবিতে! স্বাভাবিকভাবেই আশাবাদী পরিচালক-প্রযোজক। সঞ্জয় গুপ্ত বলেছেন “ কোনও সন্দেহ নেই,অতিমারি আমাদের জীবন অনিশ্চিত করে দিয়েছে। আমি নিশ্চিত,এই অনিশ্চয়তার মধ্যে আমি এমন একটা গল্প শোনাব যা সবার ভাল লাগবে। অনেক দিন পর পপকর্ণ খেতে খেতে মানুষ সিনেমা দেখবে।” আগামীকাল ছবির টিজার মুক্তি পাবে। আজ ছবির একটি পোস্টার শেয়ার করে এমনটাই জানান জন আব্রাহাম। পোস্টারে দেখা যায় দুই হাতে দুটো একে ৪৭ নিয়ে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন জন। এই পোস্টার দেখেই বোঝা যাচ্ছে আবারও নিজের যাদু নিয়ে পর্দায় ফিরছেন জন। স্বভাবতই এই ছবিকে ঘিরে দর্শকের মনে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এখন দেখার ‘মুম্বই সাগা’ দর্শককে হল্মুখী করতে কতোটা সফল হয়।