দিল্লি পুলিশের সামনেই আফতাবের উপর তলোয়ার নিয়ে হামলা

এবার আফতাব পুনাওয়ালার উপর হামলা চালাল ২ ব্যক্তি। দিল্লিতে ফরেন্সিক ল্যাবরেটরিতে যখন আফতাব পুনাওয়ালাকে নিয়ে আসা হয়, সেই সময় তার উপর তলোয়ার নিয়ে হামলা চালায় ২ ব্যক্তি। পুলিশের সামনেই আফতাবের উপর হামলা হয়। ২ ব্যক্তি তলোয়ার নিয়ে আফতাবের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলে, পুলিশ সঙ্গে সঙ্গে বাধা দেয়। যা নিয়ে শোরগোল শুরু হলে পরে জানা যায়, হিন্দু সেনার ২ কর্মী আফতাব পুনাওয়ালার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা চালায় তলোয়ার নিয়ে। প্রসঙ্গত গত ১৮ মে প্রেমিকা শ্রদ্ধা ওয়ালকরকে খুন করে আফতাব পুনাওয়ালা।  শ্রদ্ধাকে খুনের পর তাঁর দেহ ৩৫ টুকরো করে আফতাব। 

error: Content is protected !!