বিজেপি নেতা দিলীপ ঘোষের সৎ ছেলে প্রীতমের রহস্যমৃত্যু!

বিজেপি নেতা দিলীপ ঘোষের সৎ ছেলের রহস্যমৃত্যু হল ৷ মঙ্গলবার নিউটাউনের একটি অভিজাত আবাসন থেকে দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথমপক্ষের ছেলের দেহ উদ্ধার হয় ৷ মৃতের নাম প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয় ৷ কীভাবে মৃত্যু হল, সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷ পুলিশও এই নিয়ে মুখ খুলতে নারাজ ৷ আপাতত তাঁরা সমস্তদিক খতিয়ে দেখছে ৷ মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের ওই আবাসনে একাই থাকতেন প্রীতম ৷ মঙ্গলবার সকালে তাঁকে সেখানে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ৷ তাঁকে ওই অবস্থায় প্রথম দেখেন একজন মহিলা ৷ ওই মহিলা প্রীতমের বাড়িতে রান্না করতেন ৷ এর পরই বিষয়টি প্রকাশ্যে আসে ৷ তার পর সেখানে প্রীতমের একজন বন্ধু যান ৷ তিনিও দেখেন যে প্রীতমকে অচৈতন্য অবস্থায় দেখেন ৷ তাঁর মাধ্যমে খবর যায় প্রতীমের মা রিঙ্কু মজুমদারের কাছে ৷ তিনি সকাল ন’টা নাগাদ ঘটনাস্থলে আসেন ৷ এর পর প্রীতমকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ দেহ এর পর নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ সেখানেই প্রীতমের দেহের ময়নাতদন্ত হবে ৷ পুলিশের ওই সূত্র জানিয়েছে যে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ প্রাথমিক তদন্তে ওই যুবকের দেহে কোনও আঘাত বা টানাটানি হয়েছে বলে এমন কোনও চিহ্ন মেলেনি ৷ গলার কাছে কালশিটে পাওয়া গিয়েছে ৷ যা থেকে তদন্তকারীদের অনুমান, তিনি নিজেই নিজের জীবন শেষ করেছেন ৷ সত্যিই কি তাই ! সেটা ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে জানা যাবে ৷

error: Content is protected !!