
মুর্শিদাবাদের ডোমকলে ৩ যুবকের দেহ উদ্ধার
মুর্শিদাবাদের ডোমকলে ৩ যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল । শনিবার সাত সকালে ডোমকলের মেহেদিপাড়া মোড়ের কাছে বহরমপুর–করিমপুর রাজ্য সড়কের ধার দেহ তিন যুবকের মৃতদেহ উদ্ধার হয়। উদ্ধার হয় একটি মোটরবাইকও। প্রাথমিক অনুমান, বাইক দুর্ঘটনাতেই মারা গেছেন তিন যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শরীফুল শেখ (২২), সেন্টু মণ্ডল (৩১) ও মুস্তাহীদ মণ্ডল ওরফে রাজীব (২২)। বাড়ি জলঙ্গির ঝাউদিয়া গ্রামে।
তবে কখন এই দুর্ঘটনা ঘটেছে, তা স্থানীয়রা কেউ বলতে পারছেন না। শনিবার সকালে স্থানীয়রা দেখতে পান, রাস্তার ধারে দু’জন যুবক মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপর দেখা যায়, নিচে গর্তে জঙ্গলের মধ্যে একটি মোটরবাইক পড়ে আছে। পাশে আরও একজনের মৃতদেহ। দ্রুত স্থানীয়রা ওই মৃতদেহ ও বাইকটি উদ্ধার করেন। ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ডোমকল মহকুমা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই হবে ময়নাতদন্ত। শুক্রবার রাতে বৃষ্টি পড়ছিল। পুলিশের অনুমান, বেপরোয়া গতিতে বাইক চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা।