সমুদ্রে ভেসে এল সোনালি রথ, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে চাঞ্চল্য

আচমকাই সমুদ্র তটের কাছে দেখা গেল সোনালি রথের চুড়ো। হতবাক স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম এলাকায়। বর্তমানে ঘূর্ণিঝড় ‘অশনি’ অন্ধ্রের মছলিপতনমের থেকে ৪০ কিমি দক্ষিণপূর্বে এবং নারসাপুরের দক্ষিণ-পশ্চিম থেকে ৫০ কিমি দূরে অবস্থান করছে। উত্তর পূর্বের বদলে আরও পশ্চিম দিকে বেঁকে তা এগোচ্ছে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। আজ, বুধবার এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। কাজেই এদিন সকাল থেকেই বিশাখাপত্তনম এবং এলাকা সংলগ্ন উপকূলবর্তী এলাকায় জারি রয়েছে রেড অ্যালার্ট। কিন্তু তারই মাঝে অন্ধ্রের শ্রীকাকুলাম জেলা লাগোয়া সমুদ্রে দেখা গেল আজব দৃশ্য। ‘অশনি-‘র জেরে উত্তাল সমুদ্র ভাসিয়ে নিয়ে এল এক সোনালি রথ! আজ সকালে শ্রীকাকুলাম সংলগ্ন সুন্নাপল্লী সমুদ্রে তটের কাছে ভাসতে দেখা যায় সোনালি ওই রথটিকে। এমন দৃশ্য দেখে স্বভাবতই হইচই শুরু হয়ে যায়। ভারী বৃষ্টি উপেক্ষা করেও তটের কাছে ছুটে আসেন অনেকেই। রথটি পাড়ের কাছে আনার চেষ্টা শুরু হয়। স্থানীয়দের মিলিত সহযোগে ধরাধরি করে রথটিকে অবশেষে সমুদ্রতটে নিয়ে আসা হয়। তবে এই রথটি কোথাকার সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে, এই রথটি অন্য কোনও দেশ থেকে ভেসে এসেছে। স্থানীয়দেন অনুমান, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য কোনও দেশ থেকে জলের তোড়ে রথটি অন্ধ্র উপকূলে এসে পড়েছে। এটি মায়ানমার, থাইল্যান্ড বা মালয়েশিয়ার হতে পারে বলে অনুমান। দেখা গিয়েছে, রথটি খুবই সুন্দর। মাথার ওপরের দিকটা কিছুটা বৌদ্ধ মন্দিরের চুড়োর মতো। সেটি সোনালি রঙের। মোটের উপর রথটিকে নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে চারিদিকে। অকুস্থলে পৌঁছেছে পুলিস। গোয়েন্দা, উচ্চ আধিকারিকদেরও পুরো বিষয়টি জানানো হয়েছে। অসংখ্য গ্রামবাসী ওই বিশাকার রথটিকে দেখতে এসেছেন।

error: Content is protected !!